পথ দুর্ঘটনা কেরে নিলো আরও একটি তরতাজা প্রাণ
দেখে নিন সম্পূর্ণ ভিডিও টি
নিজস্ব সংবাদদাতা চন্দননগর- গতকাল অর্থাৎ বৃহস্পিবার হুগলী জেলার চন্দননগর জি টি রোডের বড়ো দীঘির ধার এলাকায় একটি তেলের ট্যাংকারের সাথে এক সাইকেল আরোহীর সংঘর্ষে মৃত্যু হলো ৬৫ বছরের এক প্রৌঢ়ের । মৃতের নাম সঞ্জয় শীল এবং তিনি চন্দননগর কাবেরিপারা এলাকার বাসিন্দা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।
গতকাল সন্ধ্যার সময় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, অভিযুক্ত ট্যাংকারটি এবং ওই ব্যাক্তিটি বাজার এলাকা থেকে বড়ো দীঘির ধার এর দিকে যাচ্ছিলেন । ঠিক সেই সময় ওই ট্যাংকারটি পেছন দিক থেকে সাইকেল আরোহীকে চাপতে শুরু করে । নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যাক্তি পরে গেলে ট্যাংকারটি তার উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় শীল নামে ওই ব্যক্তির।
একটি মন্তব্য পোস্ট করুন