করোনার মধ্যেই আমেরিকায় ধেয়ে আসছে ভয়াল হ্যারিকেন ইসাইয়াস, ফ্লোরিডা, বাহামাস হয়ে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার দিকে এগোচ্ছে হ্যারিকেন ঝড় ইসাইয়াস।


সংগৃহীত-
ক্যাটাগরি ওয়ান হ্যারিকেন হয়ে প্রবেশ করেই ভয়াল রূপ নেবে এই ঝড়, ন্যাশানাল হ্যারিকেন সেন্টার সতর্কতায়ে এমনটাই জানিয়াছেন।  সোমবার হ্যারিকেন সেন্টারের অ্যাডভাইরসরিতে বলা হচ্ছে, এই ইসাইয়াসের কেন্দ্রটি জর্জিয়া ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ভাগ দিয়ে যাবে, পরে এটা সরে মধ্য আটলান্টিক উপকূলে আছড়ে পড়তে পারে।


উত্তর ক্যারোলিনায় সতর্কতা জারি করে, সুরক্ষাবিধি মানতে অনুরোধ করা হয়েছে। আগাম করোনা সুরক্ষা সরঞ্জামও জোগাড় করতে বলা হয়েছে।


ন্যাশানাল হ্যারিকেন সেন্টারের আবহবিদরা বলছেন আছড়ে পড়ার সময়ে ইসাইয়াস হ্যারিকেনের গতিবেগ থাকবে অন্তত ১১১ কিলোমিটার। গতিবেগ বাড়তেও পাড়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন