জবর খবর বাংলা

মাস্ক পরেই হাজির শ্রীকৃষ্ণ 

লালটু ভট্টাচার্য্য , নদীয়া : শ্রীকৃষ্ণের গল্প ও  কাহিনী পড়েছেন এবং শুনেছেন অনেকেই | সিনেমাতেও দেখেছেন নানান পৌরাণিক ঘটনাবলীর মাঝে শ্রীকৃষ্ণকে | কিন্তু করোনা আবহে রূপকথার গল্পের মতন স্বর্গ থেকে মর্ত্যে মাস্ক পরে অবতরণ করতে কি দেখেছেন আপনারা ?  কি সম্পূর্ণ ব্যাপারটাই কেমন ঘুলিয়ে যাচ্ছে তাই না ! না , আশ্চর্য হবার কিছু নেই |

11 ই অগাস্ট , মঙ্গলবার শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নবজাগরণের নেতৃত্বে শান্তিপুর শহর অন্তর্গত বাগআঁচড়া পঞ্চায়েতে শান্তিপুর নবজাগরণ কর্তৃক প্রতিষ্ঠিত ঈশ্বর রমা প্রসাদ ভট্টাচার্য্য স্মৃতি শিক্ষাকেন্দ্র নামক এক অবৈতনিক বিদ্যালয় থেকে দুই জন শিশুকে কৃষ্ণ সাজিয়ে এলাকায় চলে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরনের কর্মসূচি |

কিন্তু জন্মাষ্ঠমীর দিনে কেন এই ভাবে সমাজ সচেতনার বার্তা ?  সূত্র মারফত জানা যাচ্ছে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে প্রকটভাবে সচেতনতার অভাব প্রতক্ষ্য করা যাচ্ছে | আর সেই কারণেই করোনার থাবা আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে | যদিও ধর্মীয় সচেতনতার  ব্যাপারে গ্রামাঞ্চলের মানুষ শহরাঞ্চলের মানুষের তুলনায় বেশি সক্রিয় | আর সেই কারণেই তাদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং সমাজ সচেতনতা বৃদ্ধি করতে চাইছে শান্তিপুর নবজাগরণ | এমনটাই জানাচ্ছেন  নবজাগরণের কর্ণধার শ্রী রনা প্রসাদ ভট্টাচার্য্য মহাশয় |





Disclaimer: This story is Published by laltu bhattacharjee and has not been created by JK Bangla News.

Post a Comment

Previous Post Next Post