জবর খবর বাংলা


জয়েন্টের ফল প্রকাশিত হবে ৭ ই আগস্ট, জানালেন শিক্ষামন্ত্রী 


রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ৭ অগস্ট । তবে, করোনা পরিস্থিতির জন্য এ বার কাউন্সিলিং হবে অনলাইনে । শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।


চলতি বছরের ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে সেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। এ বার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, “সব কিছুই এ বার অনলাইনের মাধ্যমে হবে। ৭ তারিখ ফল প্রকাশের পর কাউন্সিলিং হবে অনলাইনে।”


ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেও, ওই দিন কখন থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই বোর্ডের তরফে ঘোষণা করা হবে। বোর্ডের অনেক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে পার্থবাবু বলেন,  “অনেকই করোনায় আক্রান্ত হয়েছে। তার পরেও আমরা ফল প্রকাশের চেষ্টা করছি।”

Post a Comment

Previous Post Next Post