জবর খবর বাংলা


ন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, মার্চের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচই খেলা হয়নি বিশ্বের কোনও প্রান্তে। লকডাউনের দীর্ঘ ব্যবধান কাটিয়ে অবশেষে ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিতে চলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। লকডাউনের পর এটিই হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। স্বাভাবিকভাবেই করোনা মহামারির মাঝে এই সিরিজ নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহ থাকবে তুঙ্গে। 

সারা ক্রিকেট বিশ্বের নজর এখন হ্যাম্পশায়ারে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দিকে। মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব নয় রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচ হবে বলে। তবে বাড়িতে বসে উপভোগ করা যাবে ম্যাচের রোমাঞ্চ। একঝলকে দেখে নেওয়া যাক কবে, কখন, কোথায়, কীভাবে ক্রিকেটপ্রেমিরা উপভোগ করতে পারবেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

কবে শুরু খেলা:- ৮ জুলাই অর্থাৎ, বুধবার শুরু সিরিজের প্রথম টেস্ট।

কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ:- খেলা হবে সাউদাম্পটানের হ্যাম্পশায়ার বোলে।

কখন শুরু খেলা:- ভারতীয় সময় দুপুর ৩টে ৩০ মিনিটে শুরু খেলা। টস হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, দুপুর ৩টের সময়।

কোথায় দেখা যাবে ম্যাচ:- ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টসের একাধিক চ্যানেলে। এই চ্যানেলগুলি হল সোনি সিক্স, সোনি সিক্স HD, সোনি টেন স্পোর্ট-১, সোনি টেন স্পোর্ট-১ HD।

Post a Comment

Previous Post Next Post