জবর খবর বাংলা

    করোনা মোকাবিলায় সামিল কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে এবার সরকারি চাকরি পাবে পরিবারের একজন । বুধবার রাজ্য মন্ত্রীসভায় বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় । করোনা মোকাবিলায় সামিল কোনও সরকারি কর্মচারী আক্রান্ত হলে ১ লক্ষ এবং মারা গেলে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার ঘোষণা করেছিল আগেই । এখন যুক্ত হলো সরকারি চাকরি, এবং সরকারি ও বেসরকারি যোদ্ধাদের সম্মনস্বরুপ মানপত্র ও ব্যাজও দেবে রাজ্য সরকার ।

  করোনা - তে মৃত সরকারি কর্মীর পরিবারের পাশে থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন - " আমরা করোনা যোদ্ধাদের পাশে আছি । মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব এর দেখভাল করবে । কর্মসংস্থানের সুযোগ করে দেবে । "

মুখ্যসচিব- এর দাবি এর মধ্যে ২৬৮ জন করোনা আক্রান্তকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে । আরও যারা বাকি আছে তাদের কাছে খুব তাড়াতাড়িই পৌঁছবে । এবং ১২ জন মৃত পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে । এই খাতে সব মিলিয়ে ৫ কোটি ২৩ লক্ষ টাকা খরচ করেছে সরকার । 







Post a Comment

Previous Post Next Post