জবর খবর বাংলা


#কলকাতা: একদিনেই রাজ্যে করোনা আক্রান্ত হলেন প্রায় ৯০০ জন৷ গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের৷ সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে৷

গত কয়েকদিন ধরেই রাজ্যে নতুন সংক্রমণের ক্ষেত্রে রেকর্ড তৈরি হচ্ছে৷ এ দিন স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৭৪৩৷

গত চব্বিশ ঘণ্টায় যে ২১ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণার ৮ জন করে বাসিন্দা রয়েছেন৷ এর পাশাপাশি হাওড়ার ২ জন বাসিন্দারও মৃত্যু হয়েছে৷ এ ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণা, মালদা এবং জলপাইগুড়ির ১ জন করে বাসিন্দা রয়েছেন৷

রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২,১২৬৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫৭৷ এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১০৮ জন৷ ফলে কলকাতাতেও করোনার দাপটে লাগাম টানা যাচ্ছে না৷ কলকাতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৮ জনের৷ কলকাতার পাশাপাশি হাওড়া এবং দুই চব্বিশ পরগণার করোনা পরিস্থিতিও সরকারের উদ্বেগ বাড়াচ্ছে৷

রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪৭১১ জন৷ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬৫৮৷ সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৬.৪৮ %

Post a Comment

Previous Post Next Post